খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন তেরখাদা উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় পুলিশ সুপার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ধন্যবাদ জানান।
এর আগে জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানেরা।
এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মো. মহসিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ মোল্লা, আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়।