হোম > ছাপা সংস্করণ

নগরভবন সামলাবেন প্যানেল মেয়র কিরন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনে মেয়রের প্যানেল গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন শাখার এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। এতে প্যানেল মেয়র করা হচ্ছে সিটির ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুর রহমান কিরনকে। এরপর একই মন্ত্রণালয় মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বহিষ্কার করেছে। ফলে মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন কিরন।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়রদের প্যানেল গঠনের আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ২০ (২)-এর বিধান মতে গাজীপুর সিটি করপোরেশনের নিম্নলিখিত কাউন্সিলরদের সমন্বয়ে তিন সদস্যের একটি মেয়রের প্যানেল মনোনীত করা হলো। প্যানেল মেয়ররা হলেন সাধারণ ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরন, ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল আলীম মোল্লা ও সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোসা. আয়েশা আক্তার।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর ১২ (২)-এর বিধান মতে আদেশপ্রাপ্তির তিন দিনের মধ্যে সাময়িক বরখাস্তকৃত মেয়র ক্রমানুসারে মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্যের কাছে নিজ দায়িত্ব হস্তান্তর করবেন।

প্রজ্ঞাপন জারির পর এক প্রতিক্রিয়ায় আসাদুর রহমান কিরন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছেন, আমি সততা, নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করব। জাতির জনকের সোনার বাংলা গঠনে মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রেখে সব সময় কাজ করব। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।’

আসাদুর রহমান কিরন গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনেও কাউন্সিলর ছিলেন। তখনো তিনি প্যানেল মেয়র ছিলেন এবং সিটি করপোরেশনর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

প্যানেলের অপর সদস্য আব্দুল আলিম বলেন, ‘তিন বছর পরে হলেও সরকার মেয়রদের প্যানেল করে দিয়েছে। ওই প্যানেলে স্থান পেয়েছি, এতে আমি আনন্দিত। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ