যশোরের ঝিকরগাছা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিন্ধান্ত অমান্য করে বিদ্রোহী হওয়ায় ৯ জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জন্য জেলা কমিটিকে সুপারিশ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এ সুপারিশ করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর দেওয়া পত্রে উল্লেখ করা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিন্ধান্তকে অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৯ জনকে আওয়ামী লীগ থেকে সাময়িক অথবা চুড়ান্ত বরখাস্ত করা হোক।
তাঁদের স্বাক্ষরিত পত্রে যাদের বরখাস্তের সুপারিশ করা হয়েছে তাঁরা হলেন, আতাউর রহমান ঝন্টু, বদরুদ্দিন বিল্টু, ময়েজুদ্দিন আহমেদ, শহিদুল ইসলাম শহিদ, ওবায়দুর রহমান, জহুরুল হক ও অন্যান্য।
এ সব বিষয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিন্ধান্ত অমান্য করে বিদ্রোহী হওয়ায় ৯ জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জন্য জেলা কমিটিকে সুপারিশ করা হয়েছে। জেলা কমিটি বহিষ্কার করবে।’