হোম > ছাপা সংস্করণ

নাজিরহাট হানাদার মুক্ত দিবস আজ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

আজ ৯ ডিসেম্বর, নাজিরহাট হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে উত্তর চট্টগ্রামের রণাঙ্গন হাটহাজারীর নাজিরহাটে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। যুদ্ধে টিকে থাকতে না পেরে পাক হানাদার বাহিনী পিছু হটেছিল।

পাক হানাদার বাহিনী চলে যাওয়ার পর মুক্তিকামী ছাত্র জনতা এবং মুক্তিযোদ্ধারা আনন্দ–উল্লাসে মেতে উঠেছিল। দিনভর হাটহাজারী ও পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধারা এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোয়ানেরা চাঁদের গাড়িতে করে কামান ও অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে নাজিরহাটে সমবেত হয়। দেশের মানচিত্র অঙ্কিত পতাকা নিয়ে আনন্দ–উল্লাস করেন তাঁরা। ওই দিন চলেছিল ‘বিজয় উৎসব’।

এদিকে সংবাদ পেয়ে পলাতক পাক হানাদার বাহিনী সন্ধ্যায় হাটহাজারী পৌরসভাস্থ অদুদিয়া মাদ্রাসার সামনে থেকে ৩/৪টি বাসে করে নাজিরহাটে আসে। তারা উল্লাসরত মুক্তিযোদ্ধা ও নিরীহ জনতার ওপর অতর্কিত হামলা চালান। শুরু হয় পাক হানাদার বাহিনী সঙ্গে মুক্তি বাহিনীর সম্মুখ যুদ্ধ। ওই যুদ্ধে ১১ জন শহীদ হন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, ‘আজ নাজিরহাট হানাদার মুক্তি দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নাজিরহাট বাসস্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধাদের গণকবরে শ্রদ্ধা অর্পণ, খতমে কোরআন ও মিলাদ এবং স্মৃতিচারণা অনুষ্ঠান।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ