হোম > ছাপা সংস্করণ

এ সপ্তাহের ওটিটি

বিলাই (বাংলা সিরিজ ‘প্রচলিত’)
অভিনয়: আব্দুল্লাহ আল সেন্টু
দেখা যাবে: চরকি
গল্পসংক্ষেপ: লোকমুখে প্রচলিত রহস্যময় আর ভৌতিক গল্পের সিরিজ ‘প্রচলিত’। গত সপ্তাহে মুক্তি পেয়েছে ‘রিংটোন’, এ সপ্তাহে আসছে ‘বিলাই’ শিরোনামের গল্প। চারদিকে মহামারির কালো ছায়া। বিধিনিষেধের বেড়াজালে আটকা নিম্নবিত্ত মানুষেরা। ঘরে নেই অন্নের সংস্থান। কী হবে উত্তম ও তার বিড়ালের? বিধিনিষেধের বেড়াজাল ভেঙে বাইরে বেরিয়ে আসে উত্তম ও তার বিড়াল। বিলাই মুক্তি পেয়েছে গতকাল ২৬ অক্টোবর।
 
চন্দ্রমুখী -২ (তামিল সিনেমা)
অভিনয়: রাঘব লরেন্স, কঙ্গনা রনৌত
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: একটি পরিবার তাদের জীবনে আসা একটি সমস্যার সমাধান করতে বড় এক প্রাসাদে আসে। তাদের বলা হয় প্রাসাদের দক্ষিণ অংশে না যেতে। গল্পে প্রবেশ করে চন্দ্রমুখী। যে ছিল ভেট্টিয়ান রাজার দরবারের নৃত্যশিল্পী। রাজদরবারের ২০০ বছরের পুরোনো ঘটনার সঙ্গে মিলেমিশে এক হয়ে যায় বর্তমানের ঘটনা। চন্দ্রমুখী-২ মুক্তি পেয়েছে গতকাল ২৬ অক্টোবর।
 
কবওয়েব (ইংলিশ সিনেমা)
অভিনয়: লিজি ক্যাপলান, ওডি নরম্যান
দেখা যাবে: লায়নসগেট প্লে
গল্পসংক্ষেপ: স্বভাবে লাজুক ছেলে পিটার। বয়স আট। পিটার চায় সবার সঙ্গে হলোইন পার্টিতে অংশ নিতে। কিন্তু পিটারকে যেতে দেয় না মা-বাবা। ওই রাতে নিজের ঘরের দেয়াল থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় পিটার। মা-বাবাকে জানালে তারা বলে, এটা পিটারের মানসিক সমস্যা। পরদিন একই ঘটনা আবার ঘটে। পরদিন আবার। পিটার একাই নেমে পড়ে শব্দরহস্যের সন্ধানে। সিনেমাটি মুক্তি পেয়েছে ২৬ অক্টোবর।
 
কনসেক্রেশন (ইংলিশ সিনেমা)
অভিনয়: জিনা ম্যালন, ড্যানি হুস্টন
দেখা যাবে: অ্যামাজন প্রাইম
গল্পসংক্ষেপ: নিজের ভাইয়ের রহস্যজনক মৃত্যুটা মেনে নিতে পারে না গ্রেস। সত্যিই কী ঘটেছে তার ভাইয়ের সঙ্গে, তা জানতে একজন যাজকের সহযোগিতায় স্কটল্যান্ডের মাউন্ট সেভিয়ার কনভেন্টে যায় গ্রেস। সেখানে গিয়ে একে একে নানা রহস্যের গোলকধাঁধায় পড়ে যায় গ্রেস। তার সামনে উন্মোচিত হয় নিজের জীবনের অনাকাঙ্ক্ষিত সব সত্য। সিনেমাটি মুক্তি পাচ্ছে আজ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ