যশোরের মনিরামপুর উপজেলায় কম্পিউটারে অশ্লীল ভিডিও রাখা, হোটেলে অপরিচ্ছন্নতা ও মূল্য তালিকা না থাকায় মনিরামপুরে চার প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী মনিরামপুর বাজারে অভিযান চালিয়ে ৩ হাজার টাকা জরিমানা করেন।
আদালতের বেঞ্চ সহকারী ফাহিম আল মোমিন বলেন, ‘অশ্লীল ভিডিও রাখায় দুর্গাপুর মোড়ের কম্পিউটার দোকানদার আমিনুর রহমান আমনকে ৫০০ টাকা, অপরিচ্ছন্নতার জন্য হোটেল মালিক আলীম গাজীকে এক হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় পেঁয়াজ-রসুনের আড়তদার ইদ্রিস আলীকে ৫০০ টাকা ও মা কালি স্টোরের মালিক প্রতাব কুণ্ডুকে এক হাজার টাকা জরিমানা করা হয়।