বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের নারায়ণগঞ্জে একটি ক্রিকেট স্টেডিয়াম করার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা এর নামকরণ করেছি সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স। সেখানে পূর্ণাঙ্গ স্টেডিয়াম তৈরি করেছি।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দরের আমিন আবাসিক এলাকায় টাঙ্গাইল মডেল স্কুলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
টিটু আরও বলেন, ‘নারায়ণগঞ্জবাসীর জন্য একটা পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স তৈরির জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। বন্দরে কোনো খেলার মাঠ যদি আমাদের দেওয়া হয়, তাহলে পূর্ণাঙ্গ স্টেডিয়াম করার চেষ্টা করব।’
অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান কমল খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, নারায়ণগঞ্জ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ফয়েজ উদ্দিন লাভলু প্রমুখ।