হোম > ছাপা সংস্করণ

জেনে নিই, ভালো থাকি: পমফোলিক্স ছোঁয়াচে নয়

প্রশ্ন: আমার চোখের পাতার ওপরের পাপড়ির ধার ঘেঁষে ছোট ছোট র‍্যাশের মতো আছে। এগুলো বড়ও হয় না, আবার চলেও যাচ্ছে না। এগুলো কিসের সমস্যা? প্রতিকার কী?
মেঘনা হক, কুমিল্লা

আপনার রোগের বর্ণনা শুনে মনে হচ্ছে এটি চোখের পাপড়ির গোড়ায় সংক্রমণজনিত একটি রোগ। আপনার রোগ-সম্পর্কিত আরও কিছু তথ্য জানা থাকলে ভালো হতো। যেমন র‍্যাশের জায়গায় ব্যথা অথবা চুলকানি আছে কি না? যদি ব্যথা থাকে তাহলে ব্যথার জায়গায় হালকা গরম সেঁক দিলে কিছুটা উপকার পাওয়া যেতে পারে। চোখটি মেশিন দিয়ে দেখতে পারলে সঠিকভাবে রোগ নির্ণয় করা সম্ভব হতো। এ জন্য নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।

ডা. মো. আরমান হোসেন রনি
চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও 
হাসপাতাল, ঢাকা

প্রশ্ন: আমার বয়স ৩০ বছর। হাতের আঙুলে গুঁড়ি গুঁড়ি ওঠে। ভেতরে পানি থাকে এবং চুলকায়। ফেটে গিয়ে শুকিয়ে চামড়া শক্ত হয়ে যায়। গরুর মাংস খেলে বা বেশি পরিমাণে সাবান-পানি নাড়লেও হয়। এটা কি অ্যালার্জি থেকে হচ্ছে? নাকি হাতের চামড়া নরম দেখে হচ্ছে? সমাধান কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

আপনার যে সমস্যা দেখা যাচ্ছে, তা হলো হাতের অ্যাকজিমা। যাকে বলা হয় পমফোলিক্স। এটি মাঝে মাঝে হয়। বছরে কয়েকবার হয়ে থাকে। সাধারণত এটি এমনি এমনি ভালো হয়ে যায়। অতিরিক্ত সাবান-পানি, স্ট্রেস বা ঘামে পমফোলিক্স হতে পারে। যদি খুব বেশি চুলকায়, তাহলে অ্যান্টি-হিস্টামিন খাওয়া যেতে পারে। এ ছাড়া হাত আর্দ্র রাখতে হবে। ইমোলিয়েন্ট ব্যবহার করতে পারেন। ডিটারজেন্ট বা ক্ষারযুক্ত সাবান-পানি দিয়ে হাত ধোয়া থেকে বিরত থাকুন। ময়েশ্চারযুক্ত মাইল্ড ক্লিনজার বা হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হবে। আর এটি যদি আপনাকে বেশি ভোগায়, তাহলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে হবে।

পমফোলিক্স ছোঁয়াচে নয়। তবে কখনো ভুল করে এগুলো খুঁচিয়ে গলানোর চেষ্টা করবেন না।

ডা. তাওহীদা রহমান ইরিন
চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল বাংলাদেশ

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ