ধর্মীয় মর্যাদা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল থেকে বান্দরবানের বিভিন্ন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষেরা প্রার্থনা করেন। তাঁরা বৌদ্ধ ভিক্ষুদের ফলমূল, বিভিন্ন খাবার ও মধু দান করেন। প্রার্থনাকালে সকলের মঙ্গল কামনা করা হয়।
কিরণ বিকাশ বড়ুয়া নামের একজন বলেন, বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকে ভাদ্র পূর্ণিমাও বলে থাকে।
প্রচলিত আছে যে, বহু বছর আগে এই পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা উদ্যাপন করেন।