মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেলায়েত হোসেনের বিরুদ্ধে দুর্নীতি করে নিজের জমি অন্যকে বন্দোবস্ত দেওয়ার অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা হানিফ মাহমুদ। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। তিনি একজন নিউজিল্যান্ড প্রবাসী।
লিখিত অভিযোগে বীর মুক্তিযোদ্ধা হানিফ মাহমুদ বলেন, ‘কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বাজারের কাছে আমার বাবা মৃত আলী আকবর খানের কালাইচর মৌজার ১০ শতাংশ জমি ছিল। সেখান থেকে আমার বাবা বেঁচে থাকতে দুই শতাংশ জমি একই ইউনিয়নের বজরুসার গ্রামের ইউনুস খানের কাছে বিক্রি করেন। কিন্তু সম্প্রতি বাঁশগাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেলায়েত হোসেন আমার বাবার দুই শতাংশ জমি খাস দেখিয়ে ইউনুস খানকে অবৈধভাবে ইজারা দেন। আমি নিউজিল্যান্ড প্রবাসী হওয়ায় বিষয়টি আমার পরিবারের কাউকে জানানো হয়নি। ইজারা দেওয়া জায়গায় ইউনুস খান এরই মধ্যে দোকানপাট নির্মাণ করেছেন।’
বীর মুক্তিযোদ্ধা হানিফ মাহমুদ আরও বলেন, ‘বেলায়েত হোসেন প্রায় ৩ থেকে ৪ বছর ধরে বাঁশগাড়ী ইউনিয়নে কর্মরত থেকে বেশ কিছু সরকারি জমি বেআইনিভাবে বন্দোবস্ত দিয়েছেন। যাঁদের বন্দোবস্ত দিচ্ছেন, তাঁদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এমন সরকারি কর্মকর্তার দুর্নীতি ও অনিয়ম থেকে রক্ষার জন্য জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করছি। সেই সঙ্গে আমার পৈতৃক সম্পত্তির অবৈধ ইজারা বাতিল করার জোর দাবি করছি।’
অভিযোগের বিষয় বেলায়েত হোসেন বলেন, ‘আমার এই ইউনিয়নে যোগদানের অনেক আগেই ইউনুস খান সম্পত্তি ইজারা নিয়েছেন। তাঁরা প্রতি বছর ডিসিআর জমা দিয়েছেন। এখানে আমার তো কোনো দোষ নেই। জেলা প্রশাসকের মাধ্যমে তাঁরা বন্দোবস্ত নিয়েছেন। আমি কোনো অনিয়মে জড়িত নই। কেউ মিথ্যাচার করছেন।’