হোম > ছাপা সংস্করণ

নলকূপ থেকে পানি আনা নিয়ে সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি

আজমিরীগঞ্জে নলকূপ থেকে পানি আনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের রনুয়ার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার নয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। রনুয়ার ওই গ্রামের নূর আহমেদের ছেলে।

এদিকে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু হানিফ জানান, ওই গ্রামের নূর আহমেদের বাড়িতে উপজেলা প্রশাসনের দেওয়া একটি ৯০০ ফুটের নলকূপ রয়েছে। রোববার দুপুরে প্রতিবেশী চুনু মিয়ার পরিবারের এক শিশু ওই নলকূপ পানি আনতে যায়। এ সময় নূর আহমেদের পরিবারের এক শিশু বাধা দেয়। পরে বিষয়টি নিয়ে দুই পরিবারের বড়দের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের আত্মীয়-স্বজনরা সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় রনুয়ারের বুকে একটি টেঁটাবিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম জানান, মরদেহ বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ