নারায়ণগঞ্জের বন্দরে খালে ভাসমান অবস্থায় বাবুল মিয়া (৫২) নামে এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর দেড়টায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে সকাল ১০টায় উপজেলার কুশিয়ারা খালে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। বাবুল মিয়া একই এলাকার মৃত খাজা সরদারের ছেলে।
ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘বাবুল অবিবাহিত ছিলেন ৷ কখনো রংমিস্ত্রি আবার কখনো পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। কথিত আছে, তিনি মাদক সেবন করতেন। আমাদের ধারণা, রাতে অতিরিক্ত মাদক সেবনের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। সকালে লাশ দেখার পর আমি পুলিশে খবর দিই। দুপুরে বন্দর থানার পুলিশ এসে লাশ নিয়ে যায়।’
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর কারণ এখনো অজানা। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’