হোম > ছাপা সংস্করণ

উন্নয়নের ধারা দ্রুত গতিতে এগিয়ে চলছে পীরগাছায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

পীরগাছা প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সরকারের উন্নয়নের ধারা দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী দিনে কোনো এলাকাই আর পিছিয়ে থাকবে না। সরকারি দপ্তরগুলোও ঢেলে সাজানো হচ্ছে। অফিস-আদালত আধুনিকায়ন করা হচ্ছে।’

গতকাল সোমবার দিনভর পীরগাছা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নতুন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার। তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আমরা সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে চাই। বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক হাবিবুর রহমান খাঁন, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাহার উদ্দিন মৃধা, সহকারী প্রকৌশলী নিজামুল হক, উপজেলা সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, বাণিজ্যমন্ত্রীর রাজনৈতিক কর্মকর্তা কামরুজ্জামান তুহিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ