বরিশালের মেহেন্দিগঞ্জে তেঁতুলিয়া নদীর ভাঙন রোধে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার সকালে সদর উপজেলার সাদেকপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় লেখক সাইফুল্লাহ নবীন, সাদেকপুর ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনির চাপরাশি, সমাজ সেবক মোয়াজ্জেম পোদ্দার প্রমুখ।
এ সময় বক্তারা তেঁতুলিয়া নদীর ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে এখানকার ফসলি জমি, ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এ অবস্থায় ভাঙন রোধে উদ্যোগ না নিলে ক্ষতিগ্রস্ত হবে শত শত পরিবার।