ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় খেলতে খেলতে ডোবায় পড়ে মনিরা খাতুন নামের ১৫ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সোনাকুড় গ্রামের যুগিহুদা পাড়ায় এ ঘটনা ঘটে।
মনিরা খাতুন সোনাকুড় গ্রামের গোলাম রব্বানীর মেয়ে।
প্রতিবেশী আতিয়ার রহমান বলেন, সকালে মনিরা বাড়ির আঙিনায় নলকূপের পাশে খেলা করছিল। সে সময় ওই পাশে থাকা ডোবায় পড়ে মারা যায় মনিরা খাতুন। পরে শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখা যায়।