তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে ঢাকা-শেরপুর সড়কের উপজেলার গোয়াতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বেশ কিছুদিন যাবৎ এই এলাকাতেই ঘোরাফেরা করতেন। সোমবার ভোরে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত যানবাহন তাঁকে চাপা দিলে তিনি নিহত হন। পরে ক্ষতবিক্ষত মরদেহ রাস্তায় দেখে স্থানীয় বাসিন্দারা তারাকান্দা থানা-পুলিশকে খবর দেয়।
তারাকান্দা থানার এসআই পলাশ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।