নান্দাইলে মনির মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে মডেল থানা-পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের পাশে চরশ্রীরামপুর বড়ডোবা বিলের বোরো ধান খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মনির মিয়া নান্দাইল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাকচর নলুয়াপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মনির মিয়া ভাড়ায় অটোরিকশা চালাতেন। গত মঙ্গলবারও তিনি অটোরিকশা নিয়ে বের হন। গতকাল বুধবার সকালে বড়ডোবা বিলের ধান খেতে তাঁর লাশ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় তাঁর অটোরিকশা পওয়া যায়নি।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।