হোম > ছাপা সংস্করণ

আ.লীগের ৩ নারী প্রার্থী র সামনে দলীয় বিদ্রোহীরাও

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের ৩ নারী প্রার্থী নিজ দলের বিদ্রোহীদের মুখোমুখি হয়ে পড়েছেন। আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের ২১ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।

জানা গেছে, উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নড়াগাতি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এস এম খাজা নাজিমুদ্দিনের স্ত্রী মোসা. হালিমা বেগম। মনোনয়ন বঞ্চিত হয়ে তাঁর বিরুদ্ধে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছেন দলের বরকত উল্লাহ ও ফরিদ আহম্মেদ শিকদার। এ ছাড়া ওই ইউনিয়ন পরিষদে ইসলামি শাসনতন্ত্র বাংলাদেশের হয়ে শেখ আব্দুর রহমান নির্বাচনে নেমেছেন।

হামিদপুর ইউনিয়ন পরিষদে প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান সন্ত্রাসীদের গুলিতে নিহত নাহিদ মোল্লার স্ত্রী ও বর্তমান চেয়ারম্যান পলি বেগম। তাঁরবিরুদ্ধে স্বতন্ত্র বিদ্রোহী হিসাবে নির্বাচনী লড়াই শুরু করেছেন নিজ দলের মনোনয়ন বঞ্চিত গোলাম মহম্মাদ এবং ইসলামি শাসনতন্ত্র বাংলাদেশে মাওলানা মিকাইল হোসেন।

মাউলী ইউনিয়ন পরিষদে প্রার্থী হয়েছেন, নড়াগাতি থানা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান জহুরুল হক জঙ্গুর স্ত্রী রোজী হক। মনোনয়ন বঞ্চিত হয়ে তাঁর রুদ্ধে নির্বাচনী মাঠে নেমেছেন, স্বতন্ত্র বিদ্রোহী আবুল কাসেম ফকির ও মো. ফিরোজ খান। এ ছাড়া ওই ইউনিয়ন পরিষদেস্বতন্ত্র প্রার্থী হয়েছেন, এসকে এম সাজ্জাদ হোসেন এবং ইসলামি শাসনতন্ত্র বাংলাদেশের মো. নজরুল ইসলাম।

সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কালিয়া উপজেলার ১২টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এই নির্বাচনে উপজেলার ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১২২ জন। তাঁদের মধ্যে ওই ৩ নারীসহ প্রার্থীসহ কলাবাড়িয়ায় তালুকদার রাজিউল হাসান, বাঐসোনায় শাহ মো. ফোরকান মোল্লা, জয়নগরে মুনশি আনোয়ার হোসেন, পহরডাঙ্গায় নির্মল বিশ্বাস, পুরুলিয়ায় এস এম হারুনার রশীদ, চাচুড়ীতে মো. সিরাজুল ইসলাম হিরক, সালামাবাদে এফ এম শামীম আহম্মেদ, ইলয়াছাবাদে মো. ফিরোজ মল্লিক ও বাবরাহাচলা ইউপিতে মো. তারা মিয়া সরদার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। এই নির্বাচনে উপজেলার সব ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। ইসলামি শাসনতন্ত্র বাংলাদেশের ৬ জন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১ জন।

এর মধ্যে ওই ৩ নারী প্রার্থীও নিজ দলের বিদ্রোহীদের মুখোমুখি হয়েছেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর নারী প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ার বিষয়টি দলীয় নেতা কর্মীদের মধ্যে বেশ আলোচনার বিষয় বস্তুতে পরিণত হয়েছে।

ওই ৩ নারী প্রার্থী একই ভাষায় বলেছেন, আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে ভোটাররা ভোট দিয়ে তাঁদের দলের বিজয় নিশ্চিত করবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ