মুম্বাইয়ে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিন সমতায় শেষ হয়েছে। আজাজ প্যাটেলের ঘূর্ণিতে শুরুতে ৮০ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে ভারত। পরে মায়াঙ্ক আগারওয়ালের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে ভারত দিন শেষ করে ৪ উইকেটে ২২১ রান তুলে।
বল হাতে দারুণ নৈপুণ্যে ঘরে ফেরার মুহূর্তটা রাঙিয়েছেন আজাজ প্যাটেল। নিউজিল্যান্ডের হয়ে খেললেও আজাজের বাড়ি ও বেড়ে ওঠা মুম্বাই শহরে। এদিন ভারতের সব কটি উইকেট নিয়েছেন তিনি। শুভমান গিলকে (৪৪) ফিরিয়ে কিউই শিবিরে প্রথম সাফল্য এনে দেন আজাজ। এরপর কোনো রান যোগ করার আগেই ফিরিয়ে দেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলিকে। পরে ১৮ রান করা শ্রেয়াস আইয়ারকেও ফেরান আজাজ। তবে দিনটা পুরোপুরি নিজের করতে পারেননি আজাজ। ভারতকে বিপর্যয় থেকে টেনে তুলেছেন মায়াঙ্ক (১২০ *)।