চট্টগ্রামের বাঁশখালী আইনজীবী সমিতির উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি শোভাযাত্রা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ শোভাযাত্রা করা হয়।
বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ দিদারুল আলমের পরিচালনায় এতে অংশ নেন বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপংকর দে, নুরুল আবছার, দিলীপ কুমার দাশ, যতীন্দ্র লাল সুশীল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ ন ম শাহাদাত আলম, আবদুল খালেক, তকছিমুল গণি ইমন, দিলীপ কান্তি সুশীল, বাঁশখালী আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।
শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেই আমাদের বসবাস। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে একসঙ্গে সোনার বাংলা গড়তে হবে।’