কক্সবাজারের সেন্ট মার্টিনের পর এবার টেকনাফের জাহাজপুরা সাগরে এক জালে ধরা পড়ছে ৮৮টি সামুদ্রিক লাল কোরাল। গতকাল মঙ্গলবার সকালে টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের জাহাজ পুরা এলাকার সমুদ্রে মো. করিমের জালে এ লাল কোরাল ধরা পড়ে। মাছগুলো আড়াই লাখ টাকায় বিক্রি করেছেন তিনি।
বাহার ছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন বলেন, ভোরে সাগরে মাছ শিকারে রওনা হন মো. করিম মাঝি। সকাল ১০টার দিকে জাল তোলেন। তাঁর জালে ৮৮টি লাল কোরাল ধরা পড়ে। মাছ ব্যবসায়ী আব্দুল আমিন আড়াই লাখ টাকায় মাছগুলো কিনে নিয়েছেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর সেন্টমার্টিনে দ্বীপে ২০৪টি (প্রায় ৩৫ মণ) লাল কোরাল ধরা পড়ে।