হোম > ছাপা সংস্করণ

রাস্তায় নির্মাণ সামগ্রী, দুর্ভোগে পথচারী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় উন্নয়নকাজ চলছে। নির্মাণ করা হচ্ছে পয়োনিষ্কাশন ড্রেন। নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী রাস্তার ওপরে রাখায় চলাচলে পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে পৌর মেয়র বলছেন, বিষয়টি তারা দেখবেন।

জানা গেছে, পৌরসভার মাহমুদা সালাম মহিলা কলেজ মোড় থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত রাস্তাটি ব্যস্ততম। এই এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেশি।

এই রাস্তার দুপাশে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ, সরিষাবাড়ী কলেজ, আরামনগর কামিল মাদ্রাসা, সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়, সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, চিলড্রেনস হোম পাবলিক স্কুল, সরিষাবাড়ী প্রিপারেটরি স্কুল ও সরিষাবাড়ী বালিকা দাখিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।

ওই সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে এ রাস্তাটি বেশ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কাছে নানা কারণ এই রাস্তাটি বেশ গুরুত্বপূর্ণ। পৌরসভার আরামনগর বাজারে সড়কের পাশা চলছে ড্রেন নির্মাণের কাজ।

বেশ কিছুদিন ধরে এ ড্রেন নির্মাণকাজের খোয়া আর বালি মণ্ডল চৌরাস্তা মোড়ে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। এতে ধীরে ধীরে সেগুলো রাস্তার ওপর ছড়িয়ে পড়েছে। সড়কে চলাচল বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে।

রাস্তা ব্যবহার করতে গিয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। চিলড্রেন হোম পাবলিক স্কুলের ইংরেজি শিক্ষক শহিদুল ইসলাম বলেন, প্রায় দুই মাস ধরে রাস্তার পাশে বালি খোয়া ফেলে রাখা হয়েছে। শিক্ষার্থীদের চলাচল করতে বেশ কষ্ট হচ্ছে। নিপুল মিয়া নামে এক ব্যবসায়ী বলেন, দুই মাসের অধিক সময় ধরে ড্রেনের কাজ চলছে। হয়তো কাজ শেষ হতে আরও অনেক সময় লাগবে।

এ ব্যাপারে সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন বলেন, বিষয়টি তারা দেখবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ