হোম > ছাপা সংস্করণ

অবহেলায় ‘দরবার স্তম্ভ’

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার তালা উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘দরবার স্তম্ভ’। ব্রিটিশ হটাও এবং বঙ্গভঙ্গ রদ আন্দোলনের সাক্ষী এ স্তম্ভ । এর উচ্চতা প্রায় তিন দশমিক সাত মিটার। সাতক্ষীরা শহর থেকে দরবার স্তম্ভের দূরত্ব প্রায় ৩০ কি. মি.।

পুরোপুরি ইটের তৈরি গোল স্তম্ভটির মাথার ওপর একটি বড় কলস, তার ওপর আরেকটি ছোট কলসের চিহ্ন দেখা যায়।

তবে দরবার স্তম্ভের সেই লাল ইটের চিহ্ন আজ অনেকটাই বিলীনের পথে। এ ছাড়া স্তম্ভটি আড়াল করে আশপাশে গড়ে উঠেছে অসংখ্য দোকান-পাট।

সংস্কার ও সংরক্ষণের অভাবে এটি নষ্ট হতে বসেছিল। বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে নথিভুক্ত করে। ঐতিহ্যবাহী এ দরবার স্তম্ভটি দেখতে আসেন দূর-দূরান্তর মানুষও।

খুলনা-পাইকগাছা সড়কের পাশে নির্মিত দরবার স্তম্ভটি এক সময় ঢেকে পড়েছিল অবৈধ স্থাপনায়।

গত ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় বেরিয়ে আসে স্তম্ভটির অবকাঠামো। এরপর প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে।

স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক মীর জিল্লুর রহমান বলেন, ‘আমি শুনেছি, ইংরেজ আমলে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের সময় এখান থেকে আলোচনা ও পরিকল্পনা করা হতো কীভাবে ইংরেজ শাসন হটানো যায়।’

আরেক বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ারদার বলেন, ‘দরবার স্তম্ভটি আমরা ছোট বেলা থেকে দেখছি। এই স্তম্ভটি বাংলাদেশে ব্রিটিশ হটাও আন্দোলন সংগ্রামের ঘাঁটি হিসাবে ব্যবহৃত হতো বলে শুনেছি।’

তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, দরবার স্তম্ভটি ব্রিটিশ শাসনামলের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বাঙালি জাতির ঐতিহাসিক বিজয়কে প্রতিনিধিত্ব করে। এই স্তম্ভটি বাংলাদেশের তথা ভারত উপমহাদেশের বিজয়গাথার কথা মনে করিয়ে দেয়। দরবার স্তম্ভটি সংস্কার ও সংরক্ষণ করা খুবই জরুরি।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর স্তম্ভটি সংরক্ষণ করে এটিকে পুরাকীর্তি হিসেবে নথিভুক্ত করেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ