হোম > ছাপা সংস্করণ

নলডাঙ্গায় ৯ বিদ্রোহীকে বহিষ্কারের সুপারিশ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী নয় প্রার্থীকে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর ও সাধারণ সম্পাদক মো. মুসফিকুর রহমান মুকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পঞ্চম ধাপে নলডাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নয়জন।

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা হলেন ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস. এম আশরাফুজ্জামান মিঠু, সদস্য রঈস উদ্দিন রুবেল, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবু বকর সিদ্দিক, মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জব্বার মৃধা, পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নলডাঙ্গা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য তৌহিদুর রহমান লিটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোসাদ্দেকুল ইসলাম বাদশা এবং আওয়ামী লীগের সমর্থক ও কর্মী শফিক আহমেদ।

বিদ্রোহী প্রার্থী পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোহাম্মাদ আলী বলেন, ‘আমি নৌকার মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। কিন্তু আমার সমর্থক ও জনগণ আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য করেছেন।’

আরেক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ব্রাহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আশফাজ্জামান মিঠু বলেন, ‘ব্যাপক জনপ্রিয়তা থাকার কারণে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হতে বাধ্য হয়েছি। বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী তৌহিদুর রহমান লিটন বলেন, ‘আমার পক্ষে জনগণের সমর্থন আছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রচার শুরু করেছি।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুসফিকুর রহমান মুকু বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়ে যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাঁদের দল থেকে বহিষ্কারের সুপারিশ করে জেলা আওয়ামী লীগের কাছে চিঠি পাঠানো হয়েছে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস শুকুর আজকের পত্রিকাকে বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে যাঁরা নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাঁদেরকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ