ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সে-রে মেশিন উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড মো. মোস্তাফিজুর রহমান ফিজার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ কামরুজ্জামান কামরু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের প. প কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান প্রমুখ।