পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন পরিষদের ৩ জন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নব-নির্বাচিত চেয়ারম্যানের অভিষেকের পর রোববার দুপুরে ইউনিয়ন পরিষদে প্রথম সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা হলেন ৪, ৫, ৬ নং ওয়ার্ডে থেকে নির্বাচিত (সংরক্ষিত) সদস্য ফাতিমা তুজ জোহরা রুপা, ৭ নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য আব্দুল্লাহ সরদার এবং ২ নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য ডা: আমিন উদ্দীন গাজী।
সর্ব সম্মতিতে তারা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তারা চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াসসহ সব ইউপি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় ফাতিমা তুজ জোহরা রুপা বলেন, আমাকে পাইকগাছা উপজেলার বৃহত্তম চাঁদখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করায় ইউপি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে সঠিকভাবে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।