হোম > ছাপা সংস্করণ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। সেই সঙ্গে প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ উঠছে। এ সব অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন দায়িত্বরত রিটার্নিং অফিসার।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার করিমপুর ইউপি নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। করিমপুর বাজারে নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেন করিমপুর ও নজরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং অফিসার এ. কে. এম মুনিম আহাম্মেদ সজীব ও নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আমিনুল ইসলাম।

করিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমিনুর রহমান (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়ার (আনারস) ক্যাম্প পরিদর্শন করা হয়। এ সময় আচরণবিধি লঙ্ঘন করে উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর কারণে স্বতন্ত্র প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নৌকার ক্যাম্পে আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক ও ব্যানার ব্যবহারের দায়ে তা ক্যাম্প থেকে অপসারণ করা হয়।

এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আমিনুল ইসলাম বলেন, সকল প্রার্থীকে যথাযথভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। যদি কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ