খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে পাকেরহাটস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা।