পাইকগাছায় ২০২০ ডিসেম্বর থেকে ২০২১ অক্টোবর পর্যন্ত প্রায় ১ বছরে ৭৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫৬ জন। অনেকেই পঙ্গু জীবন যাপন করছেন। শুক্রবার সকালে জাতীয় সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ‘পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়’ শীর্ষক পথ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এ তথ্য তুলে ধরেন।
তিনি আরও বলেন, অব্যবস্থাপনা, মনিটরিংয়ের অভাব, টাস্কফোর্স বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা, চালকদের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতার অভাব, ফিটনেস বিহীন গাড়ি চালানো, আইন না মানা এবং পথচারীদের সচেতনতার অভাবসহ নানা কারণে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে।
২০২০ সালের ডিসেম্বর হতে ২০২১ সালের ২০ অক্টোবর পর্যন্ত অত্র উপজেলায় ৭৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ১২টি প্রাণ ঝরে গেছে এবং আহত হয়েছে ৫৬ জন। স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন সূত্রের মাধ্যমে সড়ক দুর্ঘটনার এ তথ্য সংগ্রহ করা হয়েছে বলে নিসচা দক্ষিণাঞ্চল শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানসহ অনেকে।