‘স্মার্ট ফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’ স্লোগানে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া মেলার উদ্বোধন করেন। ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা চত্বরে এ মেলা হয়।
মেলা উপলক্ষে গতকাল আলোচনা সভার আয়োজন করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও শামীম ভূঁইয়া।
প্রধান অতিথি ইউএনও বলেন, যেসব প্রতিষ্ঠান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশগ্রহণ করছে তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে। বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখছে। শিক্ষার্থীরাও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের উন্নয়নে অবদান রাখবে বলে আশা করছি।
মেলায় সিনিয়র গ্রুপে উচ্চমাধ্যমিক পর্যায়ে ৫টি কলেজ ও জুনিয়র গ্রুপে মাধ্যমিক পর্যায়ে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।