হোম > ছাপা সংস্করণ

ছাত্রদল কর্মী অনিকের মৃত্যুতে আদালতে মামলার আবেদন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিলে হামলা ও ধাওয়ায় অনিকের (১৮) মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে আদালতে মামলার আবেদন করেছেন তাঁর বাবা আমির হোসেন। এতে অভিযুক্ত হিসেবে স্থানীয় ১৪ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ নম্বর আমলি আদালতে ওই আবেদন করেন অনিকের বাবা।

এ সময় আদালতের বিচারক কাউসার আলম আবেদন গ্রহণ করে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রূপগঞ্জ থানা-পুলিশকে তলব করেন। একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ থেকে অনিকের পোস্টমর্টেম রিপোর্ট আদালতে হাজির করার আদেশ দেন বিচারক।

আবেদনে অভিযুক্ত ব্যক্তিরা হলেন আওয়ামী লীগ নেতা বাবু ওরফে কালাই বাবু (৩৫), ভূলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভূইয়া (৪৩), সাধারণ সম্পাদক ইকবাল শিকদার (৪২), রাসেল (৩০), শাহীন মিয়া (৪০), জাহাঙ্গীর মোল্লা (৩০), ওবায়দুর (৩০), আলাউদ্দিন (৪৫), মিজান (৪৫), রাজীব (২৬), রানা (২৩), রিফাত (২৭), ইমরান (৩২) ও শাহ আলম (৪২)।

বাদীপক্ষের আইনজীবী ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, অনিক রূপগঞ্জের একটি ব্যাংকের সিকিউরিটি গার্ডের কাজ করতেন এবং ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি ছিলেন। ৩ নভেম্বর রূপগঞ্জে একটি মশাল মিছিলে তিনি অংশগ্রহণ করেন। সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা হামলা ও কর্মীদের মারধর করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ