জমি বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দারাব উদ্দীন নামে এক স্কুলশিক্ষককে হত্যাচেষ্টা মামলার তদন্ত শুরু হয়েছে।
গতকাল বুধবার তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান তদন্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্কুলশিক্ষক দারাব উদ্দীনের বাড়ি উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে। তিনি বালিয়াডাঙ্গী পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর বাজারে স্কুলশিক্ষক দারাব উদ্দীনের ভাই বাসিরুল হক ওরফে বকুলের ওপর পূর্ববিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান একই গ্রামের ইয়াকুব আলী, ইসরাইল, আব্দুল আওয়াল ও তাঁর ভাই কালাম এবং তাঁদের দুই ছেলে সুজন ও রবি। খবর পেয়ে আহত ভাইকে উদ্ধার করতে স্কুলশিক্ষক ঘটনাস্থলে গেলে তাঁকে রামদা দিয়ে হত্যার চেষ্টা করেন। রামদার কোপে স্কুলশিক্ষকের বাম হাতের হাড় ভেঙে যায়, বাম হাতের দুই আঙুল ও ডান হাতের তালু কাটা পড়ে।
এক মাস চিকিৎসার পর স্কুলশিক্ষকের ভাই বাসিরুল গত ৪ নভেম্বর ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।