আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ঘরোয়া আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন এবি ডি ভিলিয়ার্স। এবার একেবারেই থামার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া তারকা। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন ডি ভিলিয়ার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমের সেই পোস্টে ডি ভিলিয়ার্স জানিয়েছেন, তাঁর খেলা চালিয়ে যাওয়ার সব আগ্রহ শেষ হয়ে গেছে। তিনি লিখেছেন, ‘দুর্দান্ত একটা যাত্রা ছিল, তবে এবার বিদায় বলার সময় হয়েছে। আমার ভাইয়ের সঙ্গে সেই ছোটবেলায় বাড়ির বাগানে খেলা শুরু করেছিলাম। খেলা নিয়ে সব সময় দারুণ উত্তেজনা কাজ করত। কিন্তু ৩৭ বছর বয়সে এসে নিজের মধ্যে সেই আগুন আর অতটা জোরালোভাবে খুঁজে পাচ্ছি না।’
বিদায়বেলায় ডি ভিলিয়ার্স আরও লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকা হোক বা আরসিবি বা টাইটানস, ক্রিকেট বরাবর আমাকে দুই হাত ভরে দিয়েছে। ক্রিকেটের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব।’