চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি শিমুল মিজিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত রোববার উপজেলার বিভিন্ন এলাকা ও কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে শিমুলের তিন সহযোগী ইজাজা হোসেন (২৩), সাব্বির হোসেন (২৪) ও লিপি বেগমকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রীর মা বাদী হয়ে অভিযোগ করলে প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া যায়।
ওই রাতেই ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা রেকর্ড করা হয়। পরে সোমবার কুমিল্লা ও ফরিদগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল প্রধান আসামি শিমুল মিজির অবস্থান শনাক্ত করে চাঁদপুর লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত শনিবার স্কুল থেকে ফেরার পথে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণ করেন শিমুল ও তাঁর সহযোগীরা।