রাজ্যসভার ১২ জন সাংসদকে বরখাস্তের প্রতিবাদে ভারতের জাতীয় সংসদে আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবারও সংসদ ভবনের গান্ধীমূর্তির পাদদেশে ধরনা দিয়েছে কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দল। তাদের দাবি, অবিলম্বে সাংসদদের বরখাস্তের নির্দেশ প্রত্যাহার করতে হবে। এদিকে পাল্টা ব্যবস্থা হিসেবে এদিন সংসদের বাইরে মিছিল করে বিরোধীদের ধরনার নিন্দা জানান শাসক দল বিজেপির সাংসদেরা।
গত ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছে ভারতের জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন। তৃণমূল বাদে বেশির ভাগ বিরোধী দলই একজোট হয়ে প্রথম থেকেই বিজেপির বিরোধিতা করছে। অধিবেশনের প্রথম দিনই গোটা অধিবেশনের জন্য ১২ জন সাংসদকে বরখাস্ত করেছেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। এর প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন বিরোধীরা।