জামালপুরের ইসলামপুরে মাদ্রাসার তিন শিশু ছাত্রী নিখোঁজের ঘটনায় করা মামলায় দুই শিক্ষকের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিনের আদালত এ আদেশ দেন। অপর দুই শিক্ষকের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, মানবপাচারের মামলায় গ্রেপ্তার হওয়া চার শিক্ষকের রিমান্ড শুনানি শেষে মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান ও সহকারী শিক্ষক ইলিয়াস আহম্মেদের রিমান্ড মঞ্জুর হয়। অপর সহকারী শিক্ষক মোছা. রাবেয়া বেগম এবং মোছা. সুকরিয়ার জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।
দারুত তাকওয়া মহিলা আবাসিক মাদ্রাসার ৩ ছাত্রী গত ১২ সেপ্টেম্বর ভোরে শিক্ষকেরা ফজরের নামাজ পড়ার জন্য শিক্ষার্থীদের ঘুম থেকে ডেকে তোলেন। নামাজের পর তারা মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। পরে গত বৃহস্পতিবার ঢাকার মুগদা থেকে পুলিশ উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ‘চার শিক্ষকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলাম। শুনানি শেষে দুই শিক্ষকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’