হোম > ছাপা সংস্করণ

‘শাস্তির খবরে’ শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনার অভিযোগে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। এ খবর স্বাভাবিকভাবে নিতে পারেননি তিনি। পরে স্ট্রোক করে মারা যান।

সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, আনোয়ার হোসেন মোর্শেদের বিরুদ্ধে তাঁর সহকর্মীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। সেই অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়। তারই আলোকে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুনছুর আলী চৌধুরী বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। করোনাকালীন চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে এ কারণে স্ট্রোক করে তাঁর মৃত্যুর বিষয়টি দুঃখজনক।

জানা যায়, লক্ষ্মীপুরের পূর্ব চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহফুজুর রহমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। গত ২১ জানুয়ারি তিনি বিদ্যালয়ে যান। তখন সরকারি বিধিনিষেধ মেনে বিদ্যালয়ে মা সমাবেশ ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক সভা হচ্ছিল। এই সমাবেশকে সংবর্ধনা সভা বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুনছুর আলী চৌধুরীর কাছে অভিযোগ করেন এক সহকারী শিক্ষক। এর ভিত্তিতে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

গত সোমবার বিকেলে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এ খবর শুনে রাতে ঢাকার একটি হাসপাতালে স্ট্রোক করে মারা যান তিনি।

প্রধান শিক্ষকের বড় ছেলে জামিল মাহমুদ বলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কারণ দর্শানো ছাড়াই তড়িঘড়ি করে মিথ্যা ঘটনাকে সত্যি বানিয়ে তাঁর বাবাকে শাস্তি দেওয়া হয়। এ খবর স্বাভাবিকভাবে নিতে না পেরে তাঁর বাবা মারা যান।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নেতা জাহাঙ্গীর আলম বলেন, চেয়ারম্যানকে কোনো সংবর্ধনা দেওয়া হয়নি। এ ঘটনায় প্রধান শিক্ষককে শাস্তির বিষয়টি লজ্জাজনক।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ