পরিষ্কারের আগে ফ্রিজের প্লাগ খুলে রাখুন। ফ্রিজের সব জিনিস বের করে নিন। বরফ গলে গেলে পুরোনো তোয়ালে চেপে প্রথমে পানি সরিয়ে নিন।
ফ্রিজের র্যাক, ড্রয়ার ও ছোট সেলফগুলো খুলে আলাদাভাবে ডিটারজেন্ট মেশানো হালকা গরম পানি ও স্পঞ্জ দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিন। এরপর শুকাতে দিন ফ্যানের বাতাসে।
ডিটারজেন্ট বা তরল ডিশওয়াশ ফ্রিজের ভেতর ছড়িয়ে দিন। এবার নরম স্পঞ্জ দিয়ে ভালোভাবে ঘষে নিন। ব্রাশ দিয়ে ফ্রিজের কর্নারের রাবারগুলো ভালো করে পরিষ্কার করে নিন।
কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে পুরো ফ্রিজ মুছে নিন।