কয়লাভিত্তিক জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর নীতি ও বিনিয়োগের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। গত শনিবার নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা।
উন্নয়ন সংগঠক শুভংকর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অবস্থানপত্র পাঠ করেন ইয়েস সহ দলনেতা নাজমুন নাহার সৌমি। মানববন্ধনে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক রফিকুল আলম, জাহানারা বেগম স্বপ্না, জীবন কৃষ্ণ দে, অধ্যাপক সত্য রঞ্জন রায়, প্রফেসর টুনু রানী কর্মকার, আনোয়ার জাহিদ প্রমুখ।