নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মাদানিনগর টায়ার মার্কেটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। গতকাল শুক্রবার ভোরের দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগামী কোনো গাড়ি থেকে হয়তো তাঁকে ধাক্কা মেরে ফেলে গিয়েছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম জানান, তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।