হোম > ছাপা সংস্করণ

পাটগ্রামে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত বাড়ছে

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে চলতি মাসে ৭২ জন শিশু এবং ১০ জনের বেশি বয়স্ক মানুষ ঠান্ডাজনিত রোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ছাড়া শীতে এ অঞ্চলের মানুষ দুর্ভোগ পড়েছেন।

পাটগ্রামে কয়েক দিন ধরে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে রাস্তাঘাট। দুপুরের পর সূর্যের দেখা মিললেও বিকেল থেকে হিমেল হাওয়া এবং সন্ধ্যার পর শুরু হয় তীব্র শীত। এতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট করছেন। এসব মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করলেও তাঁদের অনেকের প্রয়োজনীয় শীতবস্ত্র নেই। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, পাটগ্রাম উপজেলার পৌরসভার বাঁধের পাড়, মাস্টারপাড়া, পূর্বপাড়া, সাহেব ডাঙ্গা, রেল স্টেশনপাড়া, বেংকান্দা, সোহাগপুর, ইউনিয়নের মধ্যে জগতবেড়, পাটগ্রাম, দহগ্রাম ও জোংড়া ইউনিয়নের দরিদ্র মানুষের কষ্ট বেড়েছে বেশি। অপর দিকে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে কৃষকেরা খেতে কাজ করতে পারছেন না। ফলে ভুট্টা ও বোরো ধানের বীজতলায় ক্ষতি হচ্ছে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শীত বাড়ায় রোগীর হারও বেড়েছে। শীতে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। জানুয়ারি মাসের শুরু থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঠান্ডাজনিত রোগে ৭২ জন শিশু ডায়রিয়ার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে ১০ জনের বেশি বয়স্ক ব্যক্তি ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘এই উপজেলায় যেভাবে শীত অনুভূত হচ্ছে তা দরিদ্র মানুষদের জন্য বিপজ্জনক। শীতে এই পর্যন্ত সাড়ে ৪ হাজারেরও অধিক কম্বল ও দেড় হাজারের বেশি চাদর-সোয়েটার বিতরণ করেছি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ