রাজশাহীর গোদাগাড়ী উপজেলার যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলার রায় ঘোষণার দিন আগামী ১৪ নভেম্বর ধার্য করা হয়েছে। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গতকাল রোববার দুপুরে রায় ঘোষণার দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, যুক্তিতর্ক উপস্থাপনের সময় মামলার ৩৫ জন আসামিই আদালতে হাজির ছিলেন। আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। তাঁর সঙ্গে স্থানীয় কয়েকজন আইনজীবী ছিলেন। বাদী পক্ষে ছিলেন আইনজীবী এজাজুল হক মানু এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু।
ইসমাইল হোসেন গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পালপুরে ভোটকেন্দ্র দখলে বাধা দেওয়ায় তাঁকে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে বিএনপি-জামায়াতের কর্মীদের বিরুদ্ধে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে থানায় হত্যা মামলা করেন ইসমাইলের স্ত্রী বিজলা বেগম।