রাঙামাটির নানিয়ারচর সেতু দেখতে গিয়ে অটোরিকশা উল্টে চাইলাউ মারমা (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা ডাকবাংলা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত চাইলাউ মারমা নানিয়ারচরের আসামবস্তী এলাকার রেইলা মারমার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল বিকেলে নানিয়ারচরের আসামবস্তী থেকে চাইলাউসহ বন্ধুরা মিলে বগাছড়ি বন্ধুর বিয়েতে যায়। পরে অটোরিকশা নিয়ে নানিয়ারচর সেতুতে ঘুরতে যাওয়ার পথে ডাকবাংলা সড়কে অপরদিক থেকে গাড়িকে পাশ দিতে গিয়ে গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় চাইলাউ মারমা। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ সুজন হালদার জানান, লাশ নানিয়ারচর থানায় আনা হলে নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে গেছেন। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।