পীরগঞ্জ উপজেলা সদরের একমাত্র খেলার মাঠ পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠটি রক্ষায় মানববন্ধন এবং স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। গতকাল শনিবার এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলার ক্রীড়ামোদী লোকজন বিদ্যালয়ের ফটকে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এর আয়োজন করে পীরগঞ্জ ফুটবল একাডেমি ও পীরগঞ্জ ক্রিকেট একাডেমি।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও পীরগঞ্জ ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম সিরাজ, ক্রীড়া প্রেমিক মমিনুল হক দোয়েল, ফুটবলার মাহমুদুল হাসান সোহেল, ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল রানা, ক্রিকেট একাডেমির পরিচালক শয়ন মিয়া, পৌর কাউন্সিলর সাইফুল আজাদ, সাংবাদিক আখতারুজ্জামান রানা প্রমুখ।
বক্তারা বলেন, পীরগঞ্জে ক্রীড়া অনুষ্ঠানসহ বড় কোনো সরকারি কিংবা বেসরকারি কর্মসূচি পালনের একমাত্র স্থান পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠ। এই মাঠের কিছু অংশে ছয়তলা বিশিষ্ট ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ায় মাঠটি সংকুচিত হয়ে আসছে। এর ফলে খেলাধুলার পর্যাপ্ত স্থান হ্রাস পাবে।
খেলার মাঠ ঠিক রেখে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। তাঁরা আরও বলেন, পীরগঞ্জের মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি একটি স্টেডিয়াম তৈরি করা হোক।
মানববন্ধনে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে যদি অবকাঠামো উন্নয়ন বন্ধ করা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পরে দাবি আদায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।