জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
জগন্নাথপুরের আঞ্চলিক মহাসড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ছয় যানবাহন চালককে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার বিকেলে উপজেলা পৌর পয়েন্ট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ছোট-বড় ৬ যানবাহন চালককে জরিমানা করা হয়।