গোয়াইনঘাট থানা-পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৩ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সুহেল আহমদ, রাসেল আহমদ, হারিছ আলী, উসমান আলী, কামরুল ইসলাম, আব্দুল জলিল, ফয়েজ আহমদ, আব্দুল মোতালিব, হানিফা বেগম, আতাউর রহমান, ওসমান গনি ও বোরহান উদ্দিন এবং রহমত আলী।
থানা–পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে থানা–পুলিশ পৃথক অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।