হোম > ছাপা সংস্করণ

আমনে পোকার আক্রমণ

এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া

পুঠিয়ায় রোপা আমন ধানে বিভিন্ন পোকার আক্রমণ দেখা দিয়েছে। আক্রমণ ঠেকাতে জমিতে বিভিন্ন ওষুধ ব্যবহার করেও সুফল পাচ্ছেন না চাষিরা। এতে চরম হতাশার মধ্যে পড়েছেন তাঁরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৈরী আবহাওয়ার কারণে এবার পোকার আক্রমণ তুলনামূলক বেড়ে গেছে। তবে সঠিক নিয়মে পরিচর্যা করলে পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা সম্ভব।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৬ হাজার ১০০ হেক্টর জমিতে রোপা-আমন রোপণ করা হয়েছে। প্রাথমিকভাবে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৩০০ মেট্রিক টন। গত মৌসুমে উপজেলায় মোট ধান রোপণ করা হয়েছিল ৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে। চাল উৎপাদন হয়েছিল ২১ হাজার ১৫০ মেট্রিক টন।

জিউপাড়া এলাকার চাষি তোফাজ্জল হোসেন জানান, এবার ৭ বিঘা জমিতে রোপা-আমন ধান লাগিয়েছেন। ১০ দিন ধরে জমিতে বিভিন্ন পোকার আক্রমণ বেড়ে গেছে। এর মধ্যে হোপার ও কারেন্ট পোকার আক্রমণ বেশি। এতে ধানখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শে বিভিন্ন প্রতিষেধক প্রয়োগ করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া বলেন, সঠিক নিয়ম ও মাত্রায় ওষুধ প্রয়োগ করলে পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করা সম্ভব। উপসহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে চাষিদের পরামর্শ দিচ্ছেন বলে জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ