গাজীপুরের শ্রীপুরে হাতের কব্জিকাটা এক প্রতিবন্ধী যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত ১১ নভেম্বর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ রঙ্গিলা বাজারের পশ্চিম কানার মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার শ্রীপুর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী আসাদ শেখ।
অভিযুক্তরা হলেন রতন (৬০), জাহাঙ্গীর (৫৫), রবিন (২৫), আইনউদ্দিন (৬৭), জাকির হোসেন (২২), দুলাল মিয়া (৪০), শামিম (২২), হান্নান (৩৫), আলিম (২৮), মিন (২৪), সমুন মোড়ল (২৬), মাহফুজ (৩৫) ও হুমায়ুন (৩২)। অভিযুক্ত সবার বাড়ি তেলিহাটি ইউনিয়ন মুলাইদ গ্রামে। এদের মধ্যে রতন সাবেক ইউপি সদস্য।
ভুক্তভোগী আসাদ শেখ বলেন, আসাদ পাওনা টাকা ফেরৎ চাইলে রতনের সঙ্গে তাঁর কথাকাটি হয়। পরে রতনের লোকজন তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে রশি দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে। এ নির্যাতনের দৃশ্যের ভিডিও ধারণ করে তাঁরা। পরে তাঁর স্ত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। বুধবার নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
আসাদ বলেন, ‘জনসমুখে শত শত মানুষের সামনে আমাকে বেঁধে নির্যাতন করা হয়েছে। এতে আমার মানহানি হয়েছে। রতন আমাকে টাকা ফেরত দেয়নি।’
অভিযুক্ত রতন বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে আসাদকে নির্যাতনের কথা অস্বীকার করেন। জমি বায়না বাবদ আসাদের কাছ থেকে ৩ লাখ টাকা নিয়েছিলেন এবং তা ফেরত দেওয়া হয়েছে বলে দাবি করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, ‘লিখিত অভিযোগ পেয়ে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’