হোম > ছাপা সংস্করণ

ভোলায় ‘ভুয়া’ প্যাথলজিস্টের কারাদণ্ড

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে এক ‘ভুয়া’ প্যাথলজিস্টকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার বিকেলে লালমোহন উত্তর বাজার গোরস্থানের সামনে বেস্ট হোপ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এই জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম। ডায়াগনস্টিক সেন্টারের মালিক কালমা ইউনিয়নের তরিকুল ইসলাম রনি।

জানা গেছে, উত্তর বাজার গোরস্থানের সামনে বেস্ট হোপ ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন নেই। সেখানে কয়েকজন চিকিৎসা কর্মকর্তার নাম ব্যবহার করে বিজ্ঞাপন দিলেও ওই সব চিকিৎসকেরা সেখানে বসেন না। লালমোহন হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন ও ডা. জংশেদ আলমের নাম ব্যবহার করে প্রতিষ্ঠানটির ভেতরে ও বাইরে বড় করে বিজ্ঞাপন লাগানো আছে। অথচ তাঁদের দাবি, চিকিৎসা দিতে এই ডায়াগনস্টিক সেন্টারে বসেন না তাঁরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম বলেন, ‘বেস্ট হোপ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাঁদের কোনো অনুমোদন পাওয়া যায়নি। তাই ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মো. রহমান নামে একজনকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারের ভুয়া প্যাথলজিস্ট। তাঁর কোনো কাগজপত্র নেই। রহমানের বাড়ি ভোলার কালিবাড়ি রোড।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ