হোম > ছাপা সংস্করণ

জমকালো আয়োজনের প্রস্তুতি

রাজশাহী প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২। এ উপলক্ষে রাজশাহীতে জমকালো আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এ আয়োজন করছে। তত্ত্বাবধানে থাকছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ আয়োজন উপলক্ষে রাজশাহী সাজবে বর্ণিল সাজে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগর ভবনের সিটি হলরুমে সংবাদ সম্মেলন করে এসব বিষয়ে জানিয়েছেন সিটি মেয়র ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এর আগে তিনি চার দিনব্যাপী এই সাংস্কৃতিক মিলনমেলার লোগো ও প্রোমো উন্মোচন করেন।

সংবাদ সম্মেলনে মেয়র জানান, সাংস্কৃতিক মিলনমেলায় ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরা থেকে প্রাদেশিক মন্ত্রীরা আসবেন। অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ সরকারের কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের সুধীবৃন্দ অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারি সকালে সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করবেন তাঁরা। এরপর শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে নগর ভবনের গ্রীন প্লাজায় নাগরিক সংবর্ধনা এবং বিকেলে রাজশাহী কলেজের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে উভয় দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শেষ দিন ২৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহেরপুরে দুর্গামন্দির, বাঘা শাহী মসজিদ ও দরগা পরিদর্শন করবেন অতিথিরা। সন্ধ্যায় রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সমিতির সহযোগিতায় ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ দারা, কবি আরিফুল হক কুমার, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, প্রচার উপকমিটির আহ্বায়ক আহসানুল হক পিন্টু প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ